যদি ভেবেই থাকো আগুন খেকো মাজরাপোকা
সবুজ ক্ষেতের ফসল খেয়ে পালিয়ে যাবে
তাহলে পালিয়ে তুমি যেতেই পারো
নাগাল ছোঁয়া দূরের থেকে অনেক দূরে---

বোঝাপড়ার সময়টুকু ছুঁয়ে দেখো
কে বা তোমায় এতোদিনে
ফুসফুসের ওই ঘুপচি ঘরে সজতনে রাখছে ভরে।

বাকিটুকু থাকলো পড়ে,বলবো তোমায়
আবার যখন দেখা হবে সূর্যমুখি নয়ন তারায় সনাল নালীর মিষ্টি রোদে ।
--------------------------------------------
১০/৯/২৩-অবুঝ মন-