প্রণয়ের কথা যদি বলো তাহলে একটু ভেবো
এ শহর,এ আকাশ,এ চাঁদ--
দেখো চেয়ে কতটা রয়েছে শান্ত
বাইপাসে বল ঠেলে অশান্ত হলে এ অকৃপণ কী করতে পারে?

এবার ফিরে আসি ভাঙনের অভিমুখে
বলো দেখি কতবার?কে থেকেছে নির্বাক?
মনে কর হাওয়া বদলের ছবি,তুমিও তো দেখেছো চোখে।

তবু আঁচিলের গন্ধে ভ্রমরের গুঞ্জন এতোটা বিভোর!
হতে পারে সবটাই অঘটন,প্রবাহের জের
এবার বলতে পারো এ প্রণয় একটুও তোমার না-
---------------------------------------------
১৮/৭/২৩-অবুঝ মন -