কাদের দিয়ে সাজায় ঘুঁটি বলতে পারো?
চেটে চটি খাবে চাঁটি আর কতকাল?
পাগল গুলোও বুঝতে পারে নিজের ভালো
ওই দেখো ওই আসছে তেড়ে শকুন গুলো
গ্যালন গ্যালন রক্ত চুষে মিটবে কী আর ওদের খিদে?
বাঁচার মতো বাঁচতে হলে বজ্র কঠিন হওয়ার মতো নেই কী সময়?
এরপরেও লেজ গুটিয়ে পালিয়ে যাবে যেযার মতো! কোন সুদূরে?
কাদের উপর হচ্ছো দেখি বিরাগ ভাজন?এবার বলো।
-------------------------------------------
২৬/৭/২৩-অবুঝ মন-