এবার বলো-৫
----------------------
সবুজ দেশের থেকে এই তো সবে এলাম ফিরে
তবু সেই পিছন দিকে তাকিয়ে থাকা
সেখানে আরও কেউ বাঁচতে পারে এমন করে?
বলতে পারো কমটা কিসে পদ্ম পাতায় ?
দেখেছো হৃদয় পুরে জিতলো টা কে ?
এ কেমন চাওয়া বলো?
হিসাব খাতা মিলিয়ে দেখি চারিদিকে শূন্য লেখা!
কী হবে  আর খবর দিয়ে বলতে পারো?
যদি বলো যা কিছু ভাসিয়ে দিলে তার মানে কী?
আমি তো বাসি ভালো বিশ্বজগৎ সাদা চোখে।
-------------------------------

এবার তুমি বলতে পারো
----------------------
পালিয়ে যাওয়ার কথা কী ছিলো?
সত্যের মুখোমুখি এ কথা বলতে পারো
বন্ধু সুজন,দিশা দেখানোর সামান্য অভিপ্রায়
এ টুকুই শুধু মেনে নেওয়া যায়
এর মানে এই নয় খটখটে রোদ,জল বাতাস হীন
তুমি চলে গেলে সেই দেশটায়!
আর কী--ঘনঘোর আবারো দূর্যোগ
অমাবস্যার রাত এড়ানো অসম্ভব?
-----------------------------------------
২৭/৭/২৩-অবুঝ মন -