গুপোর যখন শক জাগে
নতুন জুতো পরার
বুঝতে হবে ধান্দাটা কার?
নয়কো কোনো বেকার।

ঝড় বৃষ্টির গল্প হবে
ঢেউ জোয়ারে ভেসে
দেখবে ঠিক খাঁচার পাখি--
কখন ফুড়ুৎ বেলার শেষে এসে!

এরপরেও গল্প গানের চলবে রেশ
বলবে বেশ আবির রঙে নেয়ে!
ঝরা পাতা,মরা বন্দর
এপার ওপার দুটোই সমান,দেখো চেয়ে।

এবার বোঝো কেমন করে--
পাকা বেলের নাচন কোদন
কাকের চোখে বাড়ায় কদর?
--------------------------------
৯/৮/২৩-অবুঝ মন -