যদি সত্যের মুখোমুখি হতে এতো জাগে ভয়
তবে তুমি যেমন আছ তেমনই থাক নিশ্চিন্ত আশ্রয়ে
আর বলবো না কখনো খোলা হাওয়া,চকিত চাহনি হরিনীর অবিকল হও
হাঁ,আমি ভালোবাসি আজও ফুল পাখিদের গান
তাতে কার কী আসে জানি না?তবে আমার বেড়েছে খানিক মান
তবু বলে রাখি এতোটাই ভালো বেসেছি যে হৃদয়ের উচ্ছেদের প্রশ্ন বড় বেমানান
এটা যদি হয়ে থাকে ভুল,তবে আমি আজীবন ভুল করে যেতে চাই
এবার ভাবো তুমি সেই দলে লেখাবে কি তোমার নাম?
-----------------------------------------
-৫/৬/২৩-অবুঝ মন