আলো ছায়ায় মাখামাখি
শ্রাবণ ধারা ঝিরি ঝিরি
বৃষ্টি পড়া দেখে যখন
বাঁধন হারা মোহন বাঁশি
ডুব দিতে চায় ভাবের ঘরে
এমন সময় যদি--
ছায়া পথের শিখর ছুঁয়ে
পাঁজর জোড়া আশার বাতি
লঙ্কা রসুন বেটে--অনেকখানি তেতে
সাওয়ার ছেড়ে স্নানের ঘরে আড্ডা মারে!
এবার বলো রক্ত নদী হিঁচকি তুলে
পাথর সেঁকে আসবে কী না বুকের উপর?
----------------------------------------
১০/৯/২৩-অবুঝ মন-