এবার বল
----------------------------
এই যে খবরে প্রকাশ ভালো খবর,আমার কাছে তো বটেই--
তোমার নাও হতে পারে,বলেই চিমটিতে নুনের কদর বাড়িয়ে নেওয়া
বল তো দেখি কার সাধ্য এ পথ এড়িয়ে চলা?
তুমি যতোই উপরে ওঠো না কেন--জেনে রাখো শৈশব ঘেরা ভেজা অনুভব একটা আলাদা ব্যাপার
ভাঙা সেতু হলে সম্পর্কের হলমার্ক পেতো কী এতো এতো দাম?
হতে পারে পাঁজরে গুছিয়ে রাখার অভাব,তার মানে এই নয় ক্ষয়ে গেছে ডাল, সবটাই হলুদ প্রকট
আসলে সময় যতকিছু নিয়েছে দিয়েছেও তার চেয়ে কম কিছু নয়
এবার বল আকার বিহীন জলের আদলে বাতাসের গতিবেগ মাপবে কিভাবে?
---------------------------------
ছাই রঙ ওড়ে
---------------------
যদি নিজের মতো থাকতে চাও
যতোটা সম্ভব কাঙাল কাকের উৎপাত এড়িয়ে চলো
এর জন্য দরকার পড়লে নিদেন পক্ষে
বুকের উপর দু একটি পাথর চাপাতেও পারো
জানি তা খুব একটা প্রয়োজন পড়বে না
তবুও দেখি তুফানগঞ্চে ডিগবাজির সুনাম আগুন।
এভাবে কে মুক্তির পথ কিনলো?
যদি অবশেষ বলে কিছু থেকে থাকে
স্বয়ং সেই জানবে পলায়ন কতটা সুখের।
পরিশেষে এটুকু বলা যেতে পারে
কোন সে নদীর ভাটার টানে
বালুচর উঠলো জেগে দীর্ঘশ্বাসে চাঁদের দেশে
নিত্যপূজার আরাধনায় নিরবধি --!
এখন প্রেমিক করছোটা কী বলতে পারো?
------------------------------------
-১০/৮/২৩-অবুঝ মন -