কোথায়--? কার অবশেষ?
ফিরে পেতে এই দেশ
এলাম চলে।

থাক পড়ে যতো বাধা
আর নয় বসে কাঁদা
মিলনের ভরা এজলাসে।

আবার আসবো ফিরে
এমন এক দেশ পেলে দীপ জ্বালাতে।

হয়তো শঙ্খচিল মেলে দিতো ডানা
সুযোগ হয়নি বলে---
না,না কোন হাহুতাশ নেই।
-------------------------------------
৯/৪/২৩-অবুঝ মন -