সম কাজে লিপ্ত থেকেও--
নীতি আর আয়োগে যদি কেউ বলে থাকে কর্মের ফল
বুঝবে শিকড়ের গভীরে ভরা ছিলো নানা ছলাকল
এরপরে দুষবে নিজেকে?এই যদি মনে হয়,
জেনে রেখো দুষমন তুমিও কম নয়
হয়তো হতে হয় শূন্যের কারিগর কিছুক্ষণ এটুকুই সত্যি
পাথরও ভাঙতে ভাঙতে হয়ে থাকে ধারালো,চকচকে,মসৃণ
দাম তার কমে কি কখনো?টগবগে লাভাকে ছুঁতে নেই
যার যা প্রাপ্য সেটুকুই বাস্তব,হয় কি সবটাই দূতিময় চারকোল?
খলখলে ঝর্ণা,ঝিরঝিরে বৃষ্টি,মোলায়েম মিঠে রোদ,----চিরকাল মিষ্টি।
--------------------------------------------
-২৭/৭/২৪-অবুঝ মন -