এই কোর্ট ওই কোর্ট ছুটছে
ঝাঁক বাঁধা উকিলের ফিস গুলো দিচ্ছে
এরাই আবার বিচার চাই--পথে নেমে বলছে!
চেয়ে দেখুন কার কাছে এরা চিঠি লিখছে
এখনো এতো কাঁড়ি সততা---!
কিভাবে যে লুকিয়ে রেখেছে?
লাথ খোর কচুবন গলা ছিঁড়ে হাঁকছে
ছিনালের ছেনালী রোজ রোজ বাড়ছে
ন্যাকামো নেকামি আর কত দেখবো কে জানে?
এদেরও গায়ে লেগে মানুষের রক্ত-ভাবতে লজ্জা লাগছে!
অথচ সেদিনই মাথাটা টানলে সবকিছু হয়ে যেত শান্ত
আর কত প্রহসন সামনে?
মেরে টান খান খান এ সময় চাইছে।
-----------------------------------------
-২৩/৮/২৪-অবুঝ মন-