কথা বলতে জানলেই মনে করো না তুলসী পাতা
লেখা হচ্ছে,হবেই প্রতিটি জীবনের হিসাব খাতা
সেখান থেকে পালানো নয় এতোটা সোজা।

যদি ভেবে থাকো নিজেদের সুখটাই সব
তবে তৈরি থেকো উঠবে আবার আগুনে বিপ্লব
বলতে পারো কে থেকেছে দুনিয়ায় চিরকাল রাজা?

হতে পারে একযোগে মহাবল
তাই বলে ঠূলি পরে বসে থাকা অনন্তকাল!
কার দোষ কার গুণ না হয় আজ চাপা থাক।

জেনেছো কি কারো চোখে নোনা জল কত কথা বলছে?
সুতরাং সহযোগী মনোভাব এ পৃথিবী চাইছে
শেষমেশ ভালো থাকা,ভালো রাখা হোক না জীবনের নির্বাণ লাভ।
------------------------------------------
২৫/৩/২৪-অবুঝ মন -