স্বপ্ন সেটাই যার বাস্তবতা আছে
তবু অলীক পাতার ভিড় চলে রোজ
এ ব্যাপারে কেউ--কখনো নেয় ও না খোঁজ
অথচ জানা এর পর কী হবে চৌকাঠের ওপারের গল্প!
দ্বন্দ্বও ছুটে বেড়ায় মনের ভেতর
হয়তো বা ভালোবাসি বলে হার মানা হার--
নিঃস্ব সম্বল আজও-মেনে নেওয়া এতোটা সহজ
এ পৃথিবী বুঝি এমন?
----------------------------------------
১১/৮/২৩-অবুঝ মন -