শহর জুড়ে নামলে আঁধার
ক'জন পারে থাকতে চেয়ে?
এই তো জেগে থাকা
এই তো এলাম চলে
ডাক দিয়ে যাও কাজলা মেয়ে!

ও মেয়ে তুই খবর রাখিস
পথের সাথী কেমন আছে?
গোলাপ ফুলের গন্ধ মেখে
বলতো কে তোর সঙ্গে থাকে?
আয় ফিরে আয় চাঁদের কাছে।

দেখবি কত আলোর রেখা?
নিঃশব্দে উঠছে জ্বলে
ভ্রমর তখন মনমনিয়ে
গান শোনাবে গুনগুনিয়ে
কামিনীও পাঁপড়ি মেলে উঠবে দুলে।

শুনছিস কি কাজলা মেয়ে?
দেখ তুই পারিস কেমন
আসতে ফিরে চাঁদের বুকে
সবটাই তোর ইচ্ছে খুশির--
দোলায় চড়া সবুজ মনের,থাকতে সুখে।

বলেছি তো ভালোবাসি,ভালোবাসি
বৃন্দাবনের বাঁশির সুরে
কথার কথা নয় গো কবি
যে "আমার স্বপন কিনতে পারে"
দেখা হবে,দেখা হবেই সেই মোহনার ধারে।
--------------------------------------------
-২/৭/২৩-অবুঝ মন-