মা মাটির মানুষ গুলো
ভীষণ ভালো সৎ যে ছিলো!
কয়লা খেলো,গরু খেলো---
যোগ্য সবার চাকরি খেলো!
থাকলো চাপা আর কী খেলো
অপা,সপা---নাম লেখালো!

অপর দিকে নীরব মোদি
পাট চুকিয়ে নিজের গদি
ঝেড়ে নিয়ে হাজার কোটি
ছাড়লো নিজ বসত বাটি!
মালিয়া ও কম যায়না
বীজয় নামে সবার চেনা
আরও কত এল গেলো
দেশের ফসল কী না খেলো?

এই তো হাল দেশের দশের
জয় জয়কার মুখ মুখোশের।
---------------------------------
১৭/৪/২৩-অবুঝ মন -