আমি এক বোকা মনের অবুঝ গড়ের অন্ধ ফকির
তবু দেখি আমায় ঘিরে উঠেছে নেচে ফন্দি ফিকির
খোয়াই নদী রোজ আমাকে ডাকছে কাছে যত্ন করে!
আমি এক সবুজ ক্ষেতের আবেগ প্রবন বাঁধভাঙা ঢল
তবু দেখি চতুর্দিকে তিড়িং বিড়িং উঠছে ভেসে রঙের ফসল
এ কারণে হলুদ রঙের মরুভূমির ধূসর চূড়া হাত ছানি দেয় রোজ আমাকে!
আমি এক বিকেল বেলার বিয়োগ ব্যাথার ঘন্টাধ্বনি
তবু দেখি সকাম রোদে ঝলসানো রোগ মুখ মুখোশের জয়ধ্বনি
এখন আমি গুনাগারের নাচন কোদন ভাঙন মুখে দাঁড়িয়ে আছি!
আমি এক গোপন ডাঙার অভিসারী বেলা শেষের অচিন বসত
তবু দেখি খোলা হাওয়ায় ওই আকাশে উড়ছে পাখি ডানা মেলে!
এখন আমি নাচ মহলের গল্প গুলো এড়িয়ে চলে লড়াই করার ভরসা খুঁজি নিজের ভিতর।
---------------------------------------------
২১/১২/২৩-অবুঝ মন -