আজ যে দিদি স্বপ্ন বোনে কাল সে বিকোয় দামে
আজ যে ফকির বাসতো ভালো কাল সে হঠাৎ জ্যামে!

আজ যে ছিল ভীষন প্রিয় কাল সে হঠাৎ পর
এর চেয়ে বেশি বলবো কী আর ভাঙলে সুখের ঘর।

এখানেও চরম সীমা না যদি হয় পার
বুঝতে হবে সামনে আরও-বিপদ টা যে কার?

এই তো সময় ধূলি ধূসর ছিটানো সব ভয়
তবু দেখি জানছে না সব কোথায় থামতে হয়!

হয়তো কালের এমন নিয়ম ভাবছে এটাই রাজ
বুঝবে কি আর নামলে আঁধার কোনটা উচিত কাজ?
-------------------------------------------
-১৩/২/২৪-অবুঝ মন -