যে পবিত্র পথে কোনো সওদা চলে না
সেখানে ধরনের প্রশ্ন বড় বেমানান
বরং ধারনের কথা যদি হতো হজমটা কত না সহজ।
ওই দেখো রমরমা মরসুম--দরদাম চলছে কেমন!
তুমি ও কী ভিড়ে যেতে চাও ওদেরই দলে?
যে মন আমাতে নেই হারিয়েছি কোনো খানে
সেখানেও কোমর বেঁধে নেমেছ আক্রমণে!
যদি এর চেয়ে বেশি ছায়া পথ খুঁজে পাও কুড়িয়ে নিও
কেন বা সইবে এতো ভার?
নাই বা জোড়া হলো সংযোগ ছেঁড়া তার
সত্যি তো প্রেমের দক্ষিণ দুয়ার কে জানে কেমন?
--------------------------------------------
১৫/১১/২৩-অবুঝ মন -