এ কোন সময়
-------------------------------
ঝড় দেখেছি ভিতর ভিতর ফুঁফিয়ে ওঠে কেমন করে!
মেঘ মেখেছি মনের সুখে এই কথাটি মানতে হবে?
আগুন বাতাস যায় না নিভে হঠাৎ করে,এ কথাটি বলতে পারি হলফ ছুঁয়ে।
এই দুনিয়ায় আপন করে পেতে চেয়ে ভাবছে কত সবাই নিজের!
ভেবে বসা বড়োই সোজা দোষ কিছু নেই
আবার সময় কালে সব হিসাব চুকিয়ে এলাম বলছে লোকে!
ওঠা-পড়ার এ কোন সময় কেউ কি জানে?
ওই দেখো ওই খুবলে খেতে আসছে ছুটে রক্ত নখর
ড্রাগন গুলো নোয়ায় মাথা এদের কাছে! সতর্ক চোখ দৃষ্টি মুখর রাখতে হবে।
------------------------------
এই তো মাপকাঠি বিচারের
--------------------------------
যা কিছুই হয়ে যাক
ভোলবার কিছু নয়
হোক তা পাতা ঝরা সময়ের গল্প
মনটা দর্পণ যদি হয়
ঠিক মনে পড়বে
বাতাসের খুসবু অল্পস্বল্প।
চোরা স্রোত লিক আউট
কখনো হয়নি
বলতে কি পারবে?
যত হোক এই শেষ ভাউচার
দাগ কাটা তদবির তসবির
ভেসে ঠিক উঠবেই উঠবে।
হয়তো তুমি ঠিক--
বৃত্তের মাঝটায় দেখলে
ঘোলা জল চরকি পাখ খায়!
না কী ভ্রম কে জানে?
----------------------------------------
১৯/৪/২৪-অবুঝ মন -