হতে পারে আকাশের তারা
কিন্তু কোথায় যেন দীনের ভিড়ে গেছে হারিয়ে
শামুকেরও জাত আছে
সেটাও এঁরা আজ ভুলেছে!
আর কত খিদে লুকানো আছে--কে জানে?
নাম মুখে এনেও বা কী হবে
দৈন্যতা সত্যি কি আকাশটা ছুঁয়েছে?
আর কতটা শূন্য হলে
এমন করে আপন করে
বেঁধে রাখা চোরকে ধরে?
বেশ তো ভালো ইচ্ছে জোয়ার
অজগরের সঙ্গে রবে!
পাবেই পাবে ভিক্ষে পাবে।
কপচানো ফিঙের দল
আবারো মাতাবে আসর
দেখলে তো "শ্রী"ময়ীর কত্ত জোর!
উপচে পড়া চার্বাক দর্শন
নজর না লেগেছে
হায় হায় এ কোন ধ্বংসাবশেষ দেখছি চোখে
হায়রে কাঙাল মলিন ধোঁয়া ঘুচবে কবে?
-------------------------------------------
৮/৯/২৩-অবুঝ মন-