এই তো দেখলাম শয়ে শয়ে পাঁচশোর মোলাকাত!
সত্যি কী হয়ে গেলাম আমরা বজ্জাত?
কেন তবে বলছি হাম সাথ?
আসলে শিরদাঁড়া ভগ্ন হলে যা---
ঘোড়াও হেসে ওঠে সলাজে
কার কাছে বিক্রি কে জানে?
ইতিহাস টানলে বুঝা যায়
সিরাজের অনুচর এখনো এতোটাই প্রতিভাস!
এভাবেই দেখবো জঞ্জাল?
মুক্তির আর কোন পথ নেই সামনে?
তা নয়,ঘৃণা হয় দেখতে এরকম বোধদয়
নেতাজী আমাদের,ক্ষুদিরাম ও---
স্বামীজী,বিঃ বাঃ দী বাগ--কোথায় আজ ওঁরা সব?
কেন এতো কাঁটা ঝাড়--ঝোপঝাড় বিস্তার চারিদিক?
সহ্যের সীমাটা দেখছি দিন দিন রাইনো ছাড়িয়ে!
তবে কেন আর বঞ্চিত বলবো?
যা দেয় দিক না--অধিকার চাইতে এতো ভয় জাগছে!
একটুও দোটানার জো নেই,
ভাঁড়ে মা ভবানী তবু বেশ মুক্তির ভরা শ্বাস পেটভরে নিচ্ছি!
কারা যেন বলেছিল চোর আর ডাকাতের দল সব?
বেশ তো মালামাল গন্ধের জাগ্ৰত পরিচয় কী বলেন?
-------------------------------------------
১৭/৪/২৪-অবুঝ মন -