প্রহরের কথা যদি ধরা হয়
দ্বিপ্রহর হতে আর বাকি নেই
কথা সে তো শুধু কথা নয়
আজও সেই উদাসীন চলাচল!

হতে পারে সময়ের ভুলচুক
সীমাহীন আনন্দ জোছনায়
এজলাস ভরে গেলে এমন হয়
মোহনা এড়াতে কে বা চায়?

তবু চাঁদ জেগে থাকে দোটানায়
যদি কিছু ভেসে ওঠে অবেলায়
বেঁচে যাবে ফকিরের ভরসা।

না না সেখানেও হিসাবে গরমিল
ফুটে ওঠে কৃপণের এ মিছিল
একটুও জোনাকির দেখা নেই।

এ কেমন ভাস্বর দোলাচল!
কে যেন--কী বলেছিল রাতে ওই?
----------------------------------------
২২/১০/২৩-অবুঝ মন -