চারিদিকে হইচই
বই চাই আরও--বই,অহরহ উৎসব
চলছেও গাদা গাদা--
গাল ভরা মেলা আর খেলা
অথচ সব খানে দেখছি বাঁচানোর কৌশল
সযত্নে নিজেদেরই গা বাঁচিয়ে চলা!
এ কেমন বেশরম সংযম--কে জানে?
এ বহর কতদূর যাবে আরও ছাড়িয়ে?
একবার ধোঁয়া তে ভরে গেলে পৃথিবী
কেউ আর নিস্তার পাবো কি?
তছনছ হতে আর বাকি নেই
বিচারের বানীতে,যা ভীষন স্পষ্ট
সাধু সেজে দেখো কে দাঁড়িয়ে--
তোমাদের আমাদের সামনে?
বলা যায় বাঁশ চাষ করছি আমরা,
আমরাই এভাবে নিয়ত
ইতিহাস মনে আর কে রাখে?
তেড়ে ফুঁড়ে ঢুকলেই বুঝবে
জ্বালা নয় সহ্যের মধ্যে।
---------------------------
১৪/৫/২৪-অবুঝ মন -