জানি না কতটা কমেছে ধার
তাই বলে একটুও সইতে পারবো না সমালোচনার ভার
তাতো হয় না আর,এ আমার যাপনের হিম্মৎ।
কানে বাজুক রাখালী বাঁশির সুর
যাক উড়ে শঙ্খচিল দূরে কোথাও---
ভেসে উঠুক রাধিকার পরিমল,ঝমঝম বৃষ্টি নূপুর
মনে জেগে থাক রঙ বাসন্তীকার শিমুল পলাশ
বেঁচে থাক সহবত,নয় কোন ঝাঁঝালো সংক্রমণ
বয়ে চলুক সুললিত উছল ধারা,একান্ত আপন
মুছে যাক ভ্রুকুটির কালোমেঘ,ঝঞ্চা দাপট
ফিরে যাক তীর্যক তীর কোন এক ধূসর আকড়ায়।
কার এত হিম্মত রুদ্ধ করবে প্রবাহের গতিপথ?
কেউ কি চায় নেমে আসুক তীব্র যানজট--
কিংবা জেগে যাক সুপ্ত ভিসুভিয়াস?
নেহাতই বাদ দিলাম হড়পা বানের ঢল প্রাণঘাতী স্নো ফল।
বন্ধ হোক চিরতরে মাত্রাতিরিক্ত আসক্ত জ্বর
যাক ছেড়ে আলপথের নিষিদ্ধ প্রণয়
থাক বেঁচে মধ্যবিত্ত প্রেম,ভোরের শিশির ভেজা পুরোনো পাজামা
এ আমার অনুরোধ নয়,বলতে পারেন একান্ত চাওয়া
ভীষণ গভীরে দেখতে পাই মোহনার জল রোদ ঝলমল 'ওয়াকিং ক্লাব'
এক অবিশ্বাস্য রূপকথা,ছোঁয়াচে রোগের পাদুর্ভাব।
--------------------------------------
-৮/৪/২৩-অবুঝ মন