গবুচন্দ্র হবুচন্দ্রে কানে কানে কয়
মহারাজ মনে মোর জাগিছে সংশয় |
গাছ ভাঙে বাড়ি ভাঙে প্রান যায় ঝড়ে
এরই মাঝে ভক্তগণ ভার্চুয়াল ৱ্যালি করে |
আমপান অনাহার ঘোর মহামারী
তবু রাজ্যে দেখি ত্রাণ পাই যার পাকা বাড়ি |
এসব দেখিয়া রাজা মনে মোর ভয়
সামনের নিবার্চনে কি জানি বা হয় |
রাজা বলে ওহে মন্ত্রি শোনো বলি কথা
শ্রমিক কৃষক গরিবের যত মর্ম ব্যথা,
ওসব নিয়ে বৃথা তুমি ভাবো কেন আর
ভোট আসিলে মানুষ সব ভুলিবে আবার |
ক্ষোভ যদি মনে ভাবো প্রেসার কুকার হয়
ভোট হোলো তারি সিটি জানিবে নিশ্চয় |
কুকারের ভিতরে ক্ষোভ পুঞ্জীভূত হবে
ভোট রুপী বাঁশি তাহা নিমেষে উড়াবে |
গেরুয়া সবুজ লাল ডান কিম্বা বাম
ক্ষোভ নিরসনে সবার একই সিস্টেম |
প্রতিশ্রুতির বন্যা ভোটে নেতার মুখে উড়ে
গরিব দুঃখে চোখের জল বালতি বালতি ঝরে |
নেতাগণ বড় বড় অভিনেতা হয়
হলিউডে গেলে হোতো অস্কার বিজয় |
গবুচন্দ্র তাই বলি কাজ নেই ভেবে
ভোটতন্ত্রের হাঁড়িকাঠে এরা আবার বলি হবে ||