তোমায় আমি ঠিক চিনেছি
চিনতে হয়নি ভুল,
তুমি আমার সাঁঝ আকাশে
ভোরের ফোটা ফুল !

তুমি আমার বেগুন ভাজা
ইলিশ মাছের ঝোল,
তুমি আমার ফিশ ফিঙ্গার
ডাবল ডিমের রোল !

তুমি আমার সকালবেলার
টুথপেস্ট ও ব্রাশ,
তুমিই আমার বলবর্ধক
শীতের চ্যবনপ্রাশ !

তুমি আমার বিরিয়ানি
মিষ্টি আলুর দম,
তুমিই আমার লাল টুকটুক
ঘিয়ের চমচম !

তুমি আমার হাতে গড়া
জয়নগরের মোয়া,
তুমিই আমার মায়ের হাতের
ক্ষীরের পায়েস খাওয়া !

তুমি আমার ঘুরতে যাওয়ার
প্রথম দিনের স্মৃতি,
তুমিই আমার প্রথম প্রেমের
অবাক অনুভূতি |

তুমি আমার প্রেম নদীতে
হাবুডুবু খাওয়া,
তুমিই আবার কারণ ছাড়াই
হঠাৎ চলে যাওয়া !

তুমি আমার পাপ পুণ্য
আমার ভাগ্যফল,
তুমিই আমার প্রথম ব্যথা
প্রথম চোখে জল |

তুমি আমার প্রখর রোদে
হাল্কা মেঘের ছায়া,
তুমি আমার ফেলে আসা
সেই অতীতের মায়া |

তুমি আমার শিশির ভেজা
শিউলি ফুলের ঘ্রাণ,
তুমিই আমার ঘুম ভাঙ্গানো
প্রভাত ফেরির গান |

তুমি আমার রোগসজ্জায়
মায়ের হাতের ছোঁয়া,
তুমিই আমার রাতজাগা চোখ
স্নেহের পরশ পাওয়া |

তুমি আমার সকল সময়
সকল কাজের মাঝে,
তুমি আমার সকল খেলায়
সকাল কিম্বা সাঁঝে |

তুমি আমার নিখিল বিশ্ব
আমার গ্রহ তারা,
তুমিই আমার পাগল ফণী
আমার মনিহারা !