তোমার জন্য ভাবছি আমি
বাঁধবো চাঁদে ঘর,
তারার মালা পড়িয়ে দেবো
তোমার গলার পর !
তোমার মাথার মুকুট কোরে
শুকতারাকে রাখবো ধরে,
সাগর সেঁচে মানিক এনে
গড়বো মনিহার |
তোমার রাঙা অধর পরে
ভ্রমর কেঁদে কেঁদে মরে,
তোমার কাজল চোখের কোণে
অথই নদীর চর !
তোমার সাথে ভাবছি আমি
বাঁধবো নতুন ঘর |
তোমার চুলের প্লাবন ধারায়
শ্রাবন মেঘের মুখ ঢেকে যায়
তোমার অনুরাগের ছোঁয়ায়
ভুলি আপন পর,
তোমায় নিয়ে ভাবছি আমি
বাঁধবো আবার ঘর !