শত শহীদের আত্মবলিদানে এসেছে বহু আকাংক্ষিত স্বপ্নের স্বাধীনতা কিন্তু এর সুফল দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের কাছে অধরাই থেকে গেছে | সাধারণ পরিবারের সন্তানদের আত্মত্যাগের ফসল এই স্বাধীনতা যার লাভ ভোগ করছে কিছু মুষ্টিমেয় মানুষ | দেখা যাচ্ছে অসিম ধন বৈষম্য সাথে সামাজিক বৈষম্য | একদিকে ঐশ্বর্যের প্রাচুর্য্য অন্যদিকে নিরন্নের হাহাকার | দেশ রাজনৈতিক ভাবে স্বাধীন হয়েছে একথা সত্য কিন্তু সর্বপ্রকার শোষণ থেকে মুক্তি অর্জন সম্ভব হয়নি | আর দেশের মানুষের সর্বপ্রকার দুঃখ, দৈন্য, দুর্দশা, অসাম্য আর শোষণ থেকে মুক্তিই ছিল স্বাধীনতাকামি বিপ্লবীদের লক্ষ্য ও উদ্দেশ্য | শত শহীদের শোষণ মুক্ত স্বাধীন ভারতের এই অপূরিত স্বপ্নকে পূরণ করবে কে ?
"স্বাধীনতার মানে"
অন্ধকারে গলির মোড়ে দীঘল ডাগর চোখে
করুন চাহনি জননী আমার হাজার ক্লান্তি মেখে,
ক্ষুধার জ্বালায় বিলি হতে চেয়ে শুধুই প্রহর গোনে,
তাঁকে গিয়ে প্রশ্ন করো স্বাধীনতার মানে |
যে মেয়েটা রোজ দুবেলা কাগজ কুড়াই পথে
কোথাও যাদের ঠাঁই জোটেনা বাঁচে-মরে ফুটপাতে,
যে শিশুটা আধ-খাওয়া পেট বাসন ধোঁয়ায় জানে
তাদের গিয়ে প্রশ্ন করো স্বাধীনতার মানে |
উঠছে গড়ে শহর নগর বড় বড় রাজপথ
তোমার আমার শখের বাড়ি আকাশ ইমারত,
যাদের শ্রমেই এত জাঁক দেখি নগর সভ্যতায়
কাজ চলে যায় সেই মজুরের অতিমারি বাহানায়,
লক্ষ শ্রমিক ক্ষুধায় কাতর
ধুঁকে ধুঁকে বাড়ি ফেরে,
তাদের কাছে জানতে চেয়ো
স্বাধীনতা বলে কারে |
গরিব কৃষক ঋণের জ্বালায় ডুবে যায় দিনে দিনে
অন্নদাতার জোটেনা অন্ন, ভগ্ন ক্লিষ্ট প্রাণে-
ফাঁসির রজ্জু হয়ে যায় কেন তাদের শেষ আশ্রয়,
তাদের গিয়েও প্রশ্ন কোরো
স্বাধীনতা কারে কয় |