ও পাহাড়ি মেয়ে
আমার হৃদয়খানি জুড়াও কেন
অমন হাসি দিয়ে ;
তোমার শান্ত স্নিগ্ধ চোখে
কেন গভীর শান্তি পাই গো আমি
তাকিয়ে অপলকে |
ও পাহাড়ি মেয়ে
কে এঁকেছে তোমার ও রঙ
দুধে আলতা দিয়ে ;
তোমার লাজুক রাঙা ঠোঁটে
কত জুঁই মালতি ফোটে,
আবেগ আমার রঙ্গিন হোলো
তোমার ভাবনা দিয়ে |
ও পাহাড়ি মেয়ে
এই প্রকৃতির সরলতা
তোমায় আছে ছেয়ে;
তোমার মিষ্টি কথার ছোঁয়া
বয়ে আনে আমার প্রাণে
শান্ত শীতল হাওয়া |
তোমার কাজল কৃষ্ণ চুলে
বাদল ঘনায় মাথার উপর
মেঘেরা পথ ভুলে |
ও পাহাড়ি মেয়ে
তোমার হৃদয় জুড়ে উদারতা
কার সে পরশ পেয়ে ;
ঐ পাহাড়ের কোলে
যখন সূর্য্য পড়ে ঢলে
তুমি তখন আপনমনে
দাঁড়াও অগোছালে,
তোমার পাশে বসে
বুঝি পাহাড় উঠে হেসে,
তার কঠিন প্রাণে আঘাত হেনে
আনমনে যাও চলে |
ও পাহাড়ি মেয়ে
আমার সকাল থেকে সন্ধ্যে হল
তোমার পথটি চেয়ে ;
বলতে পারো গোপন প্রিয়া
কোন সে জাদুবলে
এই পৃথিবীর মলিনতা
তোমায় আছে ভুলে !
নাই বা পেলাম তোমার ছোঁয়া
তোমার অনুরাগ
ভাললাগার পরশটুকুই বুকের মাঝে থাক,
তোমার স্মৃতি বয়ে আনে যে বেদনাখানি
তুচ্ছ সে তো নয়তো ওগো
সোনার চেয়েও দামি ||