পাঁচটি বছর পরে
আবার তোমার পেলেম দেখা
আমার ঘরের দ্বারে |
বললে তুমি দাঁত কেলিয়ে হেসে
অনেক ভালোবেসে-
"দাদা আমায় ভূলবেননা যেন
আমি আপনার ভৃত্য সম !
চিহ্নটাকে সঠিক ভাবে দেখে
ভোটটা দিয়েন অধমটাকে !"
এই না বলে কি ভেবে কে জানে
জড়ালে আমায় বুকের সাথে
গভীর আলিঙ্গনে !
তোমার শুভ্ৰ কোমল পাঞ্জাবিতে
মিলিয়ে গেল মলিন চাষার বেশ,
ভিজল আমার চোখের কোণা
হৃদয় জুড়ে থাকলো পড়ে
এই মিলনের মধুর স্মৃতির রেশ |

ভোটের পরে ভাঙলো আশা
ফুরালো প্রীতি ভালোবাসা,
ভুললে আমায় আবার অনাদরে !
শুধুই বোঝাই মনটাকে তাই
দাম শুধু মোর ভোটের সময়,
ভোটের সময় তোমার আসা
মোদের দ্বারে দ্বারে,
পাঁচটি বছর পরে !