সূর্য সেন সূর্য সেন
যখন নামটা শুনি,
বুকের মধ্যে চাপা আগুনটা
জ্বলে উঠে তক্ষুণি |
সূর্য সেন সূর্য সেন
তোমার কথা পড়ি,
স্বার্থমগ্ন নিজেকে ভেবে-
লজ্জায় আমি মরি |
সূর্য সেন সূর্য সেন
তোমায় স্মরণ করে,
বাংলা মায়ের শূন্য বক্ষ
গরবেতে ওঠে ভরে |
সূর্য সেন সূর্য সেন
তোমার বলিদানে,
আসুমুদ্র হিমাচল কাঁদে
জেগে উঠে নব প্রাণে |
সূর্য সেন সূর্য সেন
তুমিই যোগ্য নেতা,
ভাষা নাই যাতে লিখতে পারি
তোমার বীর গাথা |
সূর্য সেন সূর্য সেন
তুমিই শ্রেষ্ঠ গুরু,
তোমার আদর্শ বুকে নিয়ে আজ
তোমাতেই হোক শুরু |