আমি যখন লক ডাউন এ বাড়িতে বোর হই
লক্ষ শ্রমিক নামে রাস্তায়, তাঁদের খবর কোই ?
আমি যখন লক ডাউন এ গা এলিয়ে খাটে
অনাহারে আজ হাজার শ্রমিক হাঁটে আর শুধু হাঁটে |
কেও রাখেনা তাঁদের খবর সবাই গেছি ভুলে
এই শ্রমিকের রক্তে ঘামে দেশের চাকা চলে |
আমার যখন লক ডাউন এ নতুন রেসিপি চাই
দুধের শিশু পাইনা খাবার তাঁদের খাবার নাই,
নাইকো তাঁদের বাঁচার রসদ ধুঁকছে লক্ষ প্রাণ
নাইকো আশা নাই ভরসা এই তো প্রতিদান!
সভ্য সমাজ এতই উদাস কারো দরদ নাই
গরিবগুলো মরলে পরে কার কি বা এসে যায় |
শত শত মাইল হাঁটছে দেখো ক্ষুধা তৃষ্ণা ভুলে
ক্লান্ত চরণ জোটেনি খাবার ছেলে আছে কারো কোলে,
মাথায় পুটলি নোংরা কাপড় ঠোঁটে যন্ত্রণা ফুটে ওঠে
লক্ষ শ্রমিক শিশু আর নারী হাঁটে আর শুধু হাঁটে |
০৮/০৫/২০২০
সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই অতিমারির জন্য হঠাৎ করে লকডাউন ঘোষণা এবং তার ফলে উদ্ভূত শ্রমিকদের অবর্ণনীয় দুঃখ দুর্দশা এবং কেন্দ্র ও রাজ্য সরকারগুলির এই শ্রমিকদের প্রতি চরম নিষ্ঠুর উদাসীনতার ফলে সৃষ্ট এক ভয়াবহ দৃশ্য আমরা কিছুদিন আগে প্রত্যক্ষ করেছি | যাদের রক্তে ঘামে সভ্যতার চাকা সচল হয়ে আছে তাদের কি এটাই প্রাপ্য ছিল ?