নিশুত রাতে একলা মাঠে সবুজ ক্ষেতের ধারে,
জানতে চাওনা কে পুড়ছে নিঝুম চুপিসারে ?
দেশের মাথা লজ্জানত, ব্যথায় হৃদয় ম্লান
পুড়ছে দেখ মানবতা, পুড়লো দেশের সংবিধান |

পুড়লো বিবেক পুড়লো আবেগ পুড়লো মেয়ের দেহ
মায়ের মমতা ভায়ের আদর অভাগা বাপের স্নেহ,
মনুষ্যত্ব হোলো ধর্ষিত, ন্যায় নীতি জ্বলে ছারখার
পথ জুড়ে শুধু পরে আছে দেখি দুঃখিনী মায়ের হাহাকার |