ভাঙা মেজাজটা ধুলো ঝেড়ে বের করি
জোলো প্রানটাকে দেই জোরে একটান,
খসে যাক যত মরচে পড়া ভয়
ধসে যাক যত পচা গলা পিছুটান |
আপোষে আপোষে দেয়ালে ঠেকেছে পিঠ
বেঁচে নয় যেন কোনোমতে টিকে থাকা,
তরুণ বুকেতে ধরেছে যক্ষা বাত
কুহেলিকা মাখা বাঁচার স্বার্থকতা |
টলোমলো পায়ে দাঁড়িয়েছি ফের সোজা
আকাশে দিয়েছি শীর্ণ হাতকে ছুঁড়ে,
প্রতিবাদে আজ চিৎকারী প্রানপনে
নোয়ানো মাথাকে উচ্চে তুলেছি ধরে |
আবার হেসেছি প্রাণ খোলা সেই হাসি
জাপটে ধরেছি ভালোবাসি আমি যাকে,
একটা জীবনে যে কটা দিনের পাওয়া
জীবনকে খুঁজি তারই প্রতি বাঁকে বাঁকে |