একটা ভারত মরছে দেখ
জ্বলছে চিতার সারি,
একটা ভারত চার্টার্ড প্লেনে
বিদেশে দেয় পাড়ি!

একটা ভারত মুমূর্ষমান
হাসপাতালে ঘুরে,
একটা ভারত সেলুনকারে
ভোটের প্রচার করে!

একটা ভারত খাচ্ছে খাবি
অতিমারির চোটে,
একটা ভারত আই পি এলে
দেদার টাকা লুটে!

একটা ভারত বেকার ছেলে
হতাশ হয়ে মরে,
একটা ভারত চালিয়ে শোষণ
টাকার পাহাড় গড়ে!

একটা ভারত অভাব জ্বালায়
ঝুলছে দড়ি বেয়ে,
একটা ভারত ভিস্তা বানায়
কুড়ি হাজার কোটি দিয়ে!

একটা ভারত সম্বলহীন
সাইকেলে লাশ বয়,
একটা ভারত এই কভিডেও
বিলিওনিয়ার হয়!

একটা ভারত কাল কি খাবে
ভাবনা শুধু করে,
একটা ভারত ভোট প্রচারে
হেলিকপ্টার চড়ে!

একটা ভারত পাগল হয়ে
অক্সিজেনটা খোঁজে,
একটা ভারত কালোবাজারি
মুনাফাটাই বোঝে!

একটা ভারত খাবার খোঁজে
ডাস্টবিনের ধারে,
একটা ভারত পাঁচতারাতে
নৈশভোজটা সারে!

একটা ভারত চোখের জলে
ভাসছে বারোমাস,
একটা ভারত বৈভবে করে
উলঙ্গ উল্লাস!