অন্ন জুগিয়ে চাষি মরে বিনা অন্ন
তাই এসেছে আইন দেখ কৃষকের জন্য,
ভক্ত মনেতে আছে একটাই দুঃখ
বুঝলো না এ আইন যত গো-মূর্খ্য,
যতই বুঝিয়ে বলে মাঠে ঘাটে বার বার
রাজপথে নেমে চাষি তত করে চিৎকার,
মিডিয়া নামিয়ে মাঠে প্রচারেও রাতদিন
বুঝলো না সুফলটা- কি দারুন এ আইন!
আই টি সেলের আঁটা নিদারুন ফন্দি
অধিকার চেয়ে চাষি হয়ে যায় জঙ্গি!
বিভেদের রাজনীতি কূটনীতি বাহু বল
খাটছে না জারিজুরি যতসব কৌশল,
লাখো লাখো জড়ো হয়ে দিল্লীর সীমানায়
দাঁতে দাঁত চেপে চাষি আপ্রাণ লড়ে যায়,
খোলা আকাশের শীতে ঝরে যায় কত প্রাণ
আপোষ না জানা চাষি লড়ে যায় অবিরাম,
দুনিয়া অবাক মানে দেখে এই কাণ্ড
ক্লীবতার দেশে দেখে দৃঢ় মেরুদন্ড |