তোমার ধৰ্ম যদি বিভেদ আনে
মনুষ্যত্বে আঘাত হানে,
কাউকে ছোট, কাউকে বড়
কাউকে করে হেয়,
তবে তোমার ধর্ম চাই না আমার
আমার নাস্তিকতাই শ্রেয় !
তোমার ধর্ম যদি আটকে আছে
আচার বিচার নিয়ে,
কুসংস্কারের বেড়াজাল জড়িয়ে পায়ে পায়ে-
ঠেলছে যদি সভ্যতাকে শুধু পিছন পানে,
তবে বলতে পারো, কি উপকার
তোমার ধৰ্ম মেনে ?
তোমার ধৰ্ম যদি ঘৃণা করে
পরের ধর্মমত,
মানুষ ছেঁড়ে আঁকড়ে থাকে
পুঁথি বাঁধা গৎ,
নিঃসংকোচে ভাঙতে শেখায়
পরের ভজনালয়,
তবে হলফ করে বলতে পারি-
এ ধৰ্ম আমার নয় |
তোমার ধর্ম যদি ভাবতে শেখায়
জ্ঞানের আলোক দিয়ে,
ধরণীতে আনে সমতার বানী
সাম্যের গান গেয়ে,
মানুষ ভেবে মানুষেরে
নেবে আপন কোরে-
আমি জনম ভরে অপেক্ষাতে
সেই ধর্মের তরে |