এই পৃথিবীর শোষণ মুক্তির লড়াই এর ইতিহাসে
বিদ্রোহ আর বিপ্লবে পোড়া শহীদের লাশে লাশে
রক্ত লেখায় যত ব্যথা আছে বুঝেছে সর্বহারা
শহীদের তুমি শহীদ, তুমি নির্ভীক মৃত্যুঞ্জয়ী
তুমি স্বপ্নদ্রষ্টা বিপ্লবী চে গেভারা |
মানুষের ব্যথায় তুমি বিচলিত অস্থির এক প্রাণ
ধূমকেতু সম ছুটে চলো রোষে দেশ হতে আরেক দেশে
শুধু মানুষের মুক্তির আশে কবুল করেছো জান |
যখন যেখানে দেখেছ শোষণ
আঘাত হেনেছ অতি প্রানপন
অত্যাচারীর কোমড় ভেঙেছো নিষ্ঠুর আঘাতে |
প্রতিভায় তুমি ছিলে ভাস্বর চেতনায় উজ্জ্বল
আদর্শে তুমি ছিলে কমিউনিস্ট লক্ষ্যে অবিচল,
বিশ্বের তুমি অতি বিষ্ময় মানুষকে ভালোবেসে
সুখ প্রতিষ্ঠা হেলায় ছেড়েছ অনায়াসে অক্লেশে,
তুমি নিতে পারো জীবনের ঝুঁকি প্রতি পলে প্রতি ক্ষণে
বিদ্রোহের আগুন জ্বলেছিল ঐ সিয়েরার বনে বনে,
গ্রানমায় চড়ে পারি দাও রাতে সমুদ্র অস্থির
দুচোখ ভরা স্বপ্ন ছিল মানুষের মুক্তির,
শোষণ মুক্ত সমাজের তরে দুচোখ নিদ্রাহারা
তুমি আদর্শ লক্ষ জনের, তুমি জ্ঞানী
তুমি বিপ্লবী চে গেভারা |
জীবন মৃত্যু পায়ের ভৃত্য লুটায় তোমার কাছে
মৃত্যুর ভয় মানে পরাজয় তোমার করুনা যাচে,
শত শত বীর যারা প্রাণ দিল বলিভিয়া কিউবায়
তুমি ছিলে সবার প্রিয়তম চে আদর্শে যোগ্যতায়,
লক্ষ তারার মাঝে তুমি উজ্জ্বল ধ্রুবতারা
তুমি চির উন্নত শীর তুমি বিপ্লবী চে গেভারা |
ফিদেলের তুমি মন্ত্রণাদাতা যোগ্য সহচর
বন্দুক আর রাইফেলে জাগো রাত্রি থেকে ভোর,
সাম্রাজ্যবাদী দানবকে করো তীব্রতম ঘৃণা
তুচ্ছ করেছো নিজের বিপদ আপোষ ছিল না জানা,
তোমার তেজে পাহাড় কাঁপে দুশমন দিশাহারা
গরিব কৃষক তোমার বন্ধু তুমি বিপ্লবী চে গেভারা |
আজ চারিদিকে হিংসা লোভের অসিম অন্ধকারে
তোমার আদর্শ তোমার পথ খুঁজে ফিরি বারে বারে,
তোমার চেতনা আগুন হয়ে ঝরুক হাজার বুকে
আওয়াজ উঠুক ইনকিলাবের আকাশ উঠুক কেঁপে,
শোষকের আজ ভিত কেঁপে যাক দেখুক সর্বলোকে
দুনিয়ার যত সর্বহারা আজো তোমার স্বপ্ন দেখে,
মানুষ আজো ভুলিনি তাঁদের আপোষ করে নি যারা
সর্বহারার তুমি আদর্শ বিপ্লবী চে গেভারা ||