ব্যর্থ হবে ব্যর্থ জীবন জেনো
যদি মানুষের তরে কিছু না করো
মানুষের পাশে দাঁড়াও না কখনো |

লাঞ্ছিত কোন পথ শিশুর তরে
যদি চোখের জল কখনো না ঝরে,
বুকের মাঝে পাওনা কোনো ব্যথা
লাখো মানুষের বেদনায় হাহাকারে |

সমাজ বুকে অত্যাচারের হাজার অভিঘাত
পাষাণ প্রাণে করে না যদি কোনো রেখাপাত,
সেই জীবনের নেই জেনো কোনো মানে -
শুধু নিজেরে নিয়ে মগ্ন রইলে স্বার্থপূর্ণ প্রাণে |