শুধু বিষ আর বিষ ঢালো,
সমাজ আমার কোরে ছারখার
বিষের আগুন জ্বালো |
ধর্মের বিষ বিভেদের বিষ
জাতির বিষ ঢালো,
অবিশ্বাসের বিষ ঢেলে করো
বিষ কলঙ্কে কালো |
যুগে যুগে যাঁরা গেয়ে গেল গান
আদর্শ মানবতার,
সে অমৃত সম বাণী ছুঁড়ে ফেলে
সব বিষে করো একাকার |
দিন রাত শুধু করো মন্ত্রণা
ছড়াও হিংসা ছড়াও ঘৃণা,
বিবেক বুদ্ধি মূল্যবোধের
রুদ্ধ করো দ্বার,
স্নেহ মায়া ভালোবাসা ও প্রীতি
কোমল কুসুম হৃদয়বৃত্তি,
শুকাবে বিষের ছোবলে ছোবলে
সে ফুল ফোটে না আর |
ক্ষমতার লোভ যেন দাবানল
ছড়িয়ে হিংসা বিষের অনল,
গদির লোভে এনেছে বিভেদ
মানুষে মানুষে তাই,
কোথা গেল সেই শ্বাশ্বতবাণী
চিরসত্য সেই গান খানি,
"সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই "|
রোপণ কোরে বিষ বৃক্ষ
ঢালো শুধু হলাহল,
কল্যাণ কোনো হবেনা তা জেনো
পাবে শুধু বিষ ফল |