দিন কেটে যায় ভালো মন্দয়
হাজার কাজের মাঝে;
কভু অবসরে অলস দুপুরে
কিংবা অলস সাঁঝে-
ভাবি এই ভাবে কতদিন যাবে
দিন গত আয়ু ক্ষয়,
করিনা চেষ্টা কিছু করবার
যদি কিছু করা যায় |
জীবনের নানা ঘটে যাওয়া কথা
ছোট বড় অনুভূতি,
নানা বর্ণের হাসি কান্নার
ফেলে আসা নানা স্মৃতি,
সকাল সাঁঝে অবসর মাঝে
যাকে নিয়ে ঘর করি,
সাদায় কালোয় সেই স্মৃতিগুলি
যদি বা আঁকতে পারি |
সাথে নিয়ে মসি নিরালায় বসি
ভাব নিয়ে আসি মনে,
ভাবি আর খুঁজি ছন্দের মিল
স্মৃতির সূত্র টেনে |
গৃহিনী আমার লক্ষীমন্ত
লক্ষিতে আছে মতি,
এ জগৎ হায়, লক্ষিরে চায়
অনাদরে সরস্বতী |
করে চিৎকার "যাও গো বাজার
বসে আছো কোন সুখে,
শুধু বসে থেকে কোরে লেখালেখি
হাত কি উঠবে মুখে? "
তায় অবেলায় বাজারেতে ধায়
নিয়ে বাজারের থলে,
কাব্য আমার মাথায় উঠবে
হেঁশেল বন্ধ হলে |
সব কাজ শেষে বেলা অবশেষে
সেই দিন নিয়ে ভাবি,
সব ভুলে যায় তবু ভুলি নাই
বিদায় বেলার ছবি |
ভরা শ্রাবণের অঝোর ধারায়
ঘুম ভাঙ্গা কোনো ভোরে,
বুকের মাঝে সেই স্মৃতিখানি
বেদনায় ধরা পরে |
কি যেন বলতে চেয়েছিলে তুমি
নিজেতে মগ্ন বুঝিনিত আমি-
গোলাপ পাঁপড়ি অধর খানি
শুধু কেঁপেছিল বারে বারে |
করুণ চাওনি চোখের ভাষায়
কি যেন বোঝাতে চেয়েছিলে তাই-
আঁখি কোনে ছিল শত বেদনার
না বলা প্রতিচ্ছবি |
কোন কথা আর হল না তো বলা
এই অবেলায় তায় খুঁজে চলা,
সব ছেড়ে গেছে সময়ের কূলে
যত সুখ যত ব্যথা,
স্মৃতি পটে আজও তাজা হয়ে আছে
আঁচড়ে আঁচড়ে ব্যথা দিয়ে বাঁচে,
মনের মুকুরে সযতনে রাখা
বিদায় বেলার কথা |