দর্প করি মালিক বলে শ্রমিকের সনে-
আমি তোর অন্নদাতা যেন থাকে মনে,
কাজ দেই বোলে তুই খেতে পাস পেটে
আমার দয়ার দানে তোর ভাত জোটে |
শ্রমিক হাসিয়া বলে মালিকের প্রতি -
আমার শ্রমেই তোমার ঐশ্বর্য্য সম্পত্তি,
দিবা রাত্রি খেটে খুটে রক্ত কোরে জল
আমরাই কোরে রাখি দুনিয়া সচল,
এত করি তবু আমি থাকি ভাঙ্গা ঘরে
তুমি তোফা মজা করো অট্টালিকা পরে,
অন্ন বস্ত্র বাসস্থান কারখানা কল
শ্রমিকের শ্রম ছাড়া সবই অচল,
আমার শ্রমেই ধনী হও দিনে দিনে
কে কার অন্নদাতা ভেবে দেখো মনে |