কেউ আকাঙ্ক্ষিত, স্বপ্ন দেখতে দেখতে-
কালি জমিয়েছে চোখের কোণে।  
কারো স্বপ্নগুলি চুরমার করে অবশেষে;
ভূতুরে বাড়িতে বসেছে একমনে।
পৃথিবী যেমন আজব একটি কারখানা,
আজব খেলোয়ার তার জীবকূল।
জীব, জীবের প্রতি মায়া মমতা হীন,
এমন কাণ্ডের পাবেনা খুঁজে মূল!
খুঁজছে সকলেই সেই অজানা ঠিকানা,
সকলের চোখে ক্লান্তির সেই ঢুল।
একদিন খুঁজে পাবেই সে পথের গলি,
বুঝবে সেদিন নিজের চলার ভুল।
স্বার্থের ভুলে যেদিন হবে সব ধ্বংস,  
রক্ষার কিছু থাকবে নাকো হাতে-
অসার অচল হবে স্ববল সুঠাম দেহ,  
জ্ঞানহীনতা দেখাবে তখন মাথে।
পথের মাঝের ভুলগুলি নিলে শুধরে,
সুন্দর হবে তখন প্রকৃতি পুনঃ।
নবীনের মানব-সভ্যতা হবে উজ্জ্বল,
সু-বার্তায় উড়বে সুগন্ধি ধূনো।