পুনরায় ষাট বছরের জন্মদিন!
আজকের দিনে, সেদিন ছিলাম বড়ো দামী,
সেদিনের সেই ছট্ট শিশুটি নই,
কালেরফেরে দেখো- বৃদ্ধশিশুই হয়েছি আমি।
মা-বাবা-কাকা-কাকিমা তখন-
আদর মাখানো চুম্বনে ললাট করিত সিক্ত,
অথর্ব জীবনে আজ কেহ নাই,
স্থাবর-অস্থাবরের ভার শোপে দিয়েই রিক্ত।
মায়া জালে বাঁধা আপন স্বজন,
সবারে করেছি পর, আজ আমি বৃদ্ধাশ্রমে ,
কর্মহীন তবু চলি রেখে সখ্যতা-
কায়শক্তিহীন মৃত্যুপথগামী আজ ক্রমেক্রমে।
এলো তবু এই ষাটতম জন্মদিন,
কিছু বয়স্ক বন্ধুসহ আজ আবদ্ধ জীবনে।
কেমনে শোধিবো খুশিদানের ঋণ
চিঠি লিখি, এই তোমরা আসিও মহাক্ষণে।