নারায়ণ চন্দ্র হালদার
পশুর গায়ে লোম শভা পায়
পাখির শোভে পালক ।
মাছের শোভা সাজানো আঁশ
যন্ত্রের মানান চালক।
দিবসের শোভা সূর্যের কিরণ
নানান রঙের বাহার।
পূর্ণিমা শোভে চাঁদের গাত্রে
শান্তির আশ্রয় পাহাড়।
গাছকে মানায় ফুল ও ফলে
খুশিতে প্রকৃতি হাসে।
নদীর মানান জল থৈ থৈ
যখন জলযান ভাসে।
সাগরের শোভা জয়ার ভাটা
আর ওই নোনা জল।
মহা সম্পদে পরিপূর্ণ ধরায়
জীবের বাঁচিবার বল ।
মুক্তায় শোভে পর্বতের চুড়া
নদীধারা শোভে ঝর্ণায় ।
মেঘের চলন গগনের শোভা
নারী শোভে তার বর্ণায়।
সবকিছু নিয়ে প্রকৃতি রঙিন
শোভে সরলতার দীক্ষায়।
অধুনা মোদের ধরাবাসীদের
সভ্যতা মানায় শিক্ষায়।
একে অপরের সহযোগিতায়
সম্মান শোভে বহুদিন ।
স্বার্থ,হিংসা,ঈর্ষা জন্মিলে মনে
জেনো প্রাণ হয় প্রেমহীন।
মরুতে যেমন মরীচিকা শোভে
মানুষ আলোকিত জ্ঞানে।
গ্রহদের বড়ো বৃহস্পতি হলেও
পৃথিবী বড়ো গুণে-মানে।