‘জন্মিলে মরিতে হয়’ শাশ্বত উক্তি,
তথাপি বাঁচার তরে চায় মন,শক্তি।
বৃদ্ধ’কাল সকলেরই মরিবার তরে-
তবে কেন ভয়েতে ভুগো মন’জ্বরে!
উষ্ণ রক্ত বলে, দাও পদ বাড়িয়ে,
কালের স্রোতে, ভেসে যাও হারিয়ে।
সত্যানুসন্ধান করো আমৃত্যু জগতে,
যার প্রতিষ্ঠায় মানুষ উড়বে সুপথে।
যার প্রভাবে আতঙ্কিত হবেই মিথ্যা,
হার মেনে অবশেষে বুঝবেই ঠিকটা।
যে আলোয় সব কিছুর মেলে খোঁজ,
খুশি-ভরা মেলা আসে রোজ রোজ।
মনুষ্য সম্মান পাওয়া যায় সততায়,
প্রেম প্রীতি গড়ে ওঠে মহানভবতায়।
স্বার্থ ত্যাজিলে পাবে শান্তির ঠিকানা,
মরণ সময়ে পাবে সুখজাত বিছানা।