আমি সেই দেশে করি বাস-
যেথা নারী শুধু হ্য় ভোগের বস্তু;
পেয়ে চলে শত উপহাস।
সভ্যতার আলোই কু-আচরণ-
ভারত মাটিতে যেটা অশোভন।
মনে মোর তাই শুভ অভিলাষ,
ধর্ম গড়ুক এই মাটির ইতিহাস।
আমি এই দেশের এক নাগরিক,
যেথা ধর্মে রয়েছে শাখা বহুদিক,
একই মাতৃ-বক্ষে বহুধা শরিক।
জ্ঞানোন্নয়ন ঘটিয়ে হেথায়,
হিংসা-ঈর্ষা দূরেতে পাঠাই,
স্বার্থপরতার অন্ধত্ব ঘুঁচিয়ে-
আলোকিত করি ভূবন,চারিদিক।
শান্তিকামী মোরা ভারতবাসী।
দুখের কারণে হই শোকাহত,
আহ্লাদিত হয়ে সুখেতে হাসি।
তবু মোরা ভারতক্ষেত্র জুড়ে-
গাইবো গীত একই সুরে,
শ্রমে-জ্ঞানে-ধনে হবোনা উদাসী,
সইবো বেদনা ও কষ্ট রাশি রাশি।
প্রকৃতির শ্রেষ্ঠদান হোক 'ভারতভূমি'।
‘শান্তির ধরাধাম’ নামে হোক খ্যাত।
চির-সম্মান, সবে করুক পদ চুমি।
জীবসেবা মাঝে থেকে সকলে,
শির উচ্চে রেখে শত ধকলে,
গড়ি এই ধর্মক্ষেত্র স্বর্গসম ভূম্,
‘মহামুনি’গণের সেই মহা‘তপভূমি’।