সিদ্ধ পুরুষ জন্মেছেন যাঁরাই,
এই ভারতবর্ষের মাটিতে।
তাঁরা সকলেই যেন মহা-মূর্তীমান,
আজও বিশ্ব দরবারে, খাঁটিতে।
অকুতোভয়ের প্রাণপুরুষ যেজন-
তিনি স্বামীজী বিবেকানন্দ।
সন্যাসী বেশে ঘুরে দেশে দেশে,
মানুষে দানিলেন আনন্দ।
ছাতাতলে দিলেন শান্তির ছায়া,
বুকে দিলেন চির-ঠাঁই।
আজ এইক্ষণে খুঁজি মনে মনে,
কোথা গেলে তাঁরে পাই।
ঘুণ ধরে যাওয়া সমাজের বুকে,
দেখা পাওয়া বড়ো জরুরী!
ভারতবাসীজনে ভাবে প্রতিক্ষণে,
হস্তক্ষেপ চাই এই গুরুর’ই।