বর্তমানের ছেলে-ছোকরারা,
মোবাইলের সেবা করছে যেমন।
যদি গরিব দুঃখী মা-বাবাদের-
তারাই করতো সেবা তেমন।
সমাজ–সংসার সাজতো অন্য পথেই,
অস্ংখ্যগুণ জ্বলত তারা ধরায়।
ঐ তারাদের মতই উঠতো জ্বলে,
সভ্য যুগের মানুষ কূলের বড়াই।