বৈপ্লবিক চিন্তা’ই চিহ্নিত করে দেশপ্রেমের আত্মদান।
আমরা তথাপি লজ্জাটি ভুলে আলস্যই দেখাই হেথা,
নব সাজে সাজানোর কাজেও নিয়োগ করিনা প্রাণ।
স্বার্থপর হয়ে পেটটি ভরি দেখাই বিশ্বাসী দেশচেতা,
অভাব রেখেও ঘুমোই ঘরে স্ববশেই দেখাই কর্মবীর,
শ্রমিক প্রমাণ কায়িক শ্রমে নেতৃত্বে্ হই বড়ো নেতা।
দেশমাতৃকার গুণাদি গাইছি দম্ভে রাখছি উন্নতশির।
মাতৃবক্ষে বসবাসী তবুও হই মাসির গুণেই পঞ্চমুখ!
প্রেমের ভনিতায় দেশকে অহেতু করি ভেঙে চৌচির!
মাতৃশিক্ষায় শিক্ষিত মোরা সহিবো অক্লেশে সর্বো’দুখ,
ক্রম-প্রজন্মে বহিবো স্বদেশে স্বাধীনতার সুখের ধারা।
বিশ্ব মাঝেও প্রবাহিত রবে শান্তিবিমিশ্র উজ্জ্বল মুখ।
রাখিবো প্রমাণ মোরা মাতৃস্নেহের কেমন পাগলপারা!
প্রাণ দিয়েও প্রাণ নিতে জানি মহীয়সী মাতার তরে,
আবার জানিনা বিবাদ বিচ্ছেদ ভালোবাসাটুকু ছাড়া।
শান্তি কামী মোরা শান্তি বিলাবো প্রতিটি ঘরে ঘরে,
বিশ্ব-খ্যাতির নিশান প্রঁথিবো যুগে যুগে মাতৃ-বরে।